Uploaded On : November 9, 2017
সমুদ্র আমাকে ডাকে;
ডাকে পাহাড়-পর্বত, সুনীল অকাশ।
সর্বাঙ্গ সুন্দর তোমার এই পৃথিবী
বিবর্ণ আমি ছাড়া;
অর্ধাঙ্গ আমিও, তোমা বিনা।
নির্জন বিরহে ভাবি সেই সব দিন,
জীবনসায়াহ্নে -------
পঞ্চভূতের বাঁধন আলগা হয়ে গেছে;
ছড়িয়ে যাবে যে কোনো সময়!
অপূর্ণ আমি, বিলীন হয়ে যাবো শূণ্যে
হয়তো বা তোমাকে ছাড়াই!
শতছিন্ন প্রতিটি অঙ্গের ভস্মকণা
মাটি হয়ে যাবে;
সে মাটিতে তোমার সমাধি।
রক্ষণশীলতার কটাক্ষ মলিন হয়ে যাবে।
মুক্ত বিহঙ্গ-বিহঙ্গী
এক দেহে হবো লীন,
মহাপ্রয়াণের পরে।