Samokal Potrika

যিনি চান করেন না,তিনি আবার গান ও বাঁধেন?হুঃ।এবার আবার অপয়া ১৩,কপালে জোটেও বটে।
গায়েন -ফকির জগোল সাঁই।
'''''''''"''""""'"""""""""""""""'"""""""
ছেলেবেলার সাথে সাথেই হারিয়ে ফেলা অনেক কিছু র মধ্যে,হাতে চামর ঝুলিয়ে, এক মুখ দাড়ি, আলখাল্লা প‍রা,ফকির দের কথা মনে পড়ে।বিজাতীয় পোশাক, পেল্লায় ঝোলা -ভয় ,সম্ভ্রম আদায় করে নিত।তাদের গান, অন্য ঘরানা ,ভীনদেশী সুর, অবশ করতো,যাদু করতো যেন।কোথায় হারিয়ে যায়!!
এটি প্রচলিত ,"গাজীর গানে"র সুরে বাঁধা–

কাক একটি"দুচ্ছাই"পাখি, 'নেগলেক্টেড'।সবাই
জানি।
_____
এইক্ষণে, - -

শুনেন্ ,বন্ধুগণ,গুণিজন, শুনেন দিয়া মন
কাক চরিত্র এই ক্ষণে করি বরণন,
শুনেন কাগের কথা - - -

ক‍্যানে কাগের কতায়
মাথা ব‍্যাথা,ব‍্যাখ‍্যান করি তার
আর চার কেলাশের বিজ্ঞেন ক‍্যানে,বলে ঝাঁড়ুদার বলে সমাজ বন্ধু -- -

কাগ সমাজ বন্ধু,
পেরোয় সিন্ধু,দূর দূর দ‍্যাশেও থাকে।
হিমদ‍্যশেতে পাবে আবার মরুপ্রান্তরেও থাকে তারে করো হুইস যাঃ - - -

তারে করো হুস্ যাঃ ,
পলাইবে কিন্তু ক‌ইল‍্যে আটক
দেইখবে শত সঙ্গী ল‌ইয়া আসছে, খুইল‍্যা দিতা ফাটক।মাথায় ছাতি ধ‌ইর‍্যা - - -

মাথায় ছাতি ধ‌ইর‍্যা
ভাবছ তুমি ইউনিটি কারে কয়
এমন সংঘবদ্ধ হ‌ইলে,জাতির উন্নতি লিচ্চয় , এদের বাছ-বিচার নেই !! - - - -

এদের বিচার বাছা নেই যেমন
খাওয়া দাওয়ার বিষয়
ফুড্ ভ‍্যালু সে নিতি পারে ডাস্টবিন‌ও তার সহায় । এদের দিনের বেলায় - - -

এদের দিনের বেলায়,
কন্ঠে টেঁকা দায়, টিজ করে হুতোমে।

আর মরণকালে
ছাই হয়ে যায়, হাইটেনশনের থামে।
শুনেন কাকের কথা, ভাবেন কাকের ব‍্যাথা,
বলেন
কাকের কথা। ।

** কোন প্রয়োজনে জীবনে একবার‌ই গান বেঁধেছিলাম ১৯৯৪-৯৫ সাল নাগাদ,গাজীর গানের সুরে ,১৮মে ২০১৭তে ফেসবুকে পোস্ট করি,স্মৃতি থেকে।