Samokal Potrika

ব্যালট  বাক্সের  ম্যাজিক 

তেমন কিছু নয় ,

 

পথে ঘাটে 

       মাঠে  ঘাসে,রেলের  চাকায়  

পদ্মবোঁটার নিচে 

জাদুকর  ধ্বসে যায় ক্রমশ ..

 

প্রকাশ্যে , খোলা  বাজারে চলে ঘোড়া কেনা-বেচার  গিমিক ...

 

চায়ের কাপে  ওঠে  তুফান ...

 

ভানুমতির হলুদ হ্যাজাক চাপা পড়ে যায়,

বিলাসী যুক্তির  ￰রং- জল্পনায়  !

 

হীরক  রাজার  অজস্র ক্লোন  বসে থাকে সামনে ...!

 হাত￰কড়া ও বস্তাবন্দি  হয়ে শুধু পচে মরে -

মাথাফাঁকা দর্শক |