Samokal Potrika

যারা বৃষ্টিতে ভিজেছিলে কোনোদিন,
যারা ভিজেছো বৃষ্টিতে;
হিংসা করেছি প্রেমিক অভিমানে,
রঙ ছুঁয়েছি দৃষ্টিতে।
অশ্র ঝরা মেঘ স্বপ্ন ফোয়ারা মাখা,
রূপঝিরি সুখ সৃষ্টিতে;
কার মুখ চমকায় মন বিদ্যুৎ?
বৃষ্টি প্রেম হৃৎ কৃষ্টিতে!!
বৃষ্টির নিঃসঙ্গতা স্মৃতির ডাক,
চিটিতে ভেজা মেঘদূত!
শব্দের গোল্লাছুট মেদুর ফাগ
ভাঙা মেঘে ভাসো অযুত।