Samokal Potrika

স্থির অন্ধকার অসহ্য লাগে না আর 
সন্ধ্যা হলেই কেঁপে উঠতো বুক 
এখন রাত্রিকে জড়িয়ে নিই নতুন চাদরে । 
ধুলোমাখা বেহদ্দ সুর 
ডালা খুলে পাশে দাঁড়ায় । 
সমস্ত বৈরিতা ভুলে হাত ধরে বন্ধুত্বের ভঙ্গিমায় । 
আলোর মুহূর্ত দিও না উঁকি 
অন্ধকার পদছাপ গুনে 
কেটে যাবে দুঃস্বপ্নের শেষটুকু ।