Samokal Potrika

আমি চাঁদের আলো ভালোবাসি কীটেরা যেমনটি 

ভালোবাসে রাতের বেলায় স্ক্রীন লাইটের আলো  

আমি সন্ধ‍্যার মৃদুমন্দ বাতাস ভালোবাসি প্রেয়সী–

যেভাবে আলগা চুলের বাহার সে বাতাসে মেলে ধরে।

বৈশাখী ঝড় যেমন ধূলোমাটি একশা করে দিয়ে যায়

ঠিক তেমনি ফাগুনের হাওয়ায় আকাশের নীলে– 

মিশিয়ে ফুৎকারে উড়িয়ে দিই চারপাশের ছড়ানো 

ছিটানো দূঃখগুলো; কাছে পেতে চাই দূর সমূদ্রের–

নির্জনতা, মাঝে মাঝে কোকিলের ভেসে আসা মধুর 

সুর; আমি ঘরে ফেরার পথের দূঃখগুলো চাই না আর

আমি চাই বৃষ্টি এসে কষ্টদের পথেই ধুয়ে নিয়ে যাক,

ঘরের কোণে জমা হয়ে আছে বহুদিনের কষ্টগুলো।

আমি ঘরের কোণে থাকা কষ্টদেরই শুধু ভালোবাসি

বাইরের দুঃখ কষ্টগুলো বড়ই ব‍্যথাতুর, ঠুনকো মনকে

সহজেই টুকরো টুকরো করে ফেলে, তাই আমি চাঁদের

আলো ভালোবাসি, আর ভালোবাসি বৃষ্টিমাখা রোদ্দুর।

স্ট্রীট লাইটের আলো চোখ এতদিনে ঝাপসা হয়ে গেছে

তাই তোমরা চাঁদের আলোটাকে একটু ভুমি স্পর্শ 

করতে দাও; আমি চাঁদের আলো ভীষণ ভালো বাসি

আর ভাল্লাগে না নিয়ন বাতির আলোয় মাখা এ পৃথিবী।

অনুগ্রহ করে তোমরা ধূমপান করে খোলা বাতাসে

ধোঁয়াটাকে আর ছেড়ে দিও না, পারলে কাঁচের বয়ামে

বন্দি করে রাখো, শুদ্ধ বাতাসে আমার হৃদয় উৎফুল্লে

নাচে আর ভালোবাসার গানে উন্মত্ত হয়ে থাকে, তাই 

আমি সন্ধ‍্যায় গান করি আর প্রাণ ভরে শ্বাস নিই ঘনঘন।

আমি চাঁদের আলো আর সন্ধ‍্যার বাতাস ভালোবাসি।