Samokal Potrika

যন্ত্রণার শব্দ গুলো ঘিরে থাকে চারপাশ 
নষ্ট সময়ের হাত ধরে উঠে আসে আমার কবিতা 
আকাশ জুড়ে কেমন গুমোট মেঘ 
কে জানে কোন অশনি সংকেত কি না !
নদী তটে জমে ওঠে লাশ 
সময়ের দমবন্ধ শ্বাসে অস্থিরতা চলে বেড়ে 
পুড়ে যায় ক্ষেত, মন পোড়ে 
পোড়ে আমাদের ভাললাগার ফুলেল আহ্লাদ !
আমার কবিতার যোনিতে দগদগে ঘা 
কীট দংশনে ক্ষতবিক্ষত কচিমন 
সভ্যতা নষ্ট করে উল্লাস করে ভাগাড় শকুন 
এসময় এসো সমবেত হই 
এসময় এসো মানুষের কথা কই !