Samokal Potrika

নেমে আসে গায়ে হলুদের গান

অজপাড়াগার বুকে খরকুটোর পিরামিড

হলুদ পাখির মাথায় কে হেলিকপ্টার চালান? 

যুবতীর বুকে মরে পদচ্যুত স্বামী 

 

টালির চালে বসতে থাকে মেঠো পাখি

তুমি আজো চুপ করে গুটিয়ে রাখো কথা

দশদিনের আবেগও, সবার চোখে ফাঁকি

নিজেকে ভাঙতে বসলে গড়ে যায় নীরবতা