Samokal Potrika

নীল রক্তে ধুইয়ে দেওয়া
          আমার মনস্কামনা
জর্জরিত বাদুড়ের ঝাপটানো  ডানা
        ক্ষতবিক্ষত আঁধারে আমি ।
স্বপ্নের বাস্তবতা হারিয়ে গেছে
        গভীর নিঃস্তব্ধ  খাদে ।

ধূলিকণার তীব্র আগমনের বেগ
       সূর্যের আভায় প্রসারিত,
অসংখ্য এলোমেলো ধূলির ভীড়
       শ্বাসরুদ্ধ করে তোলে ।
অভাবনীয় সৌরশক্তি হার মানায়
      বিঞ্জানের যান্ত্রিকততাকেও ।

ছিন্ন কুয়াশার স্পষ্ট আঁধারে
         চক্ষু  মেলানো দায়,

শিশির সিক্ত ক্লান্ত প্রকৃতির উষ্ম ছোঁয়া

    সূর্য শিখার দান,

ধোঁয়াশা ঠিক, নয় সে ধোঁয়া

    ঋতুময়ীর বিবর্তন ।

 

২.

      জীবনহীন মৃত্যু   

সঞ্জয় দাস

 

হঠাৎ গম্ভীর আওয়াজ, 

   মৃত্যুর ভেতর থেকে

    ছিঁড়ে বেরিয়ে আসা

 এক ঝলক জীবন্ত আলো,

 কাঁচা রক্তে মাখানো লাশের বিছানায়

    কয়েকটা লবণাক্ত ফোঁটা।

 

   প্রাণহীন চিৎকার উবে যায়

 সেলফির ঝলক আর উত্তেজনারর টানে,

   কর্তব্যের বাঁধন হারা 

  লুপ্তপ্রায় অশ্রু বিন্দু

আরও কয়েকটা ব্যথার

  শেষ ঠিকানায় হাজির হয় পৃথিবীটা ।