" />

Samokal Potrika

বন্ধু 

আলতো করে স্পর্শ করো আমার দেশের মাটি 

একটুও নয় নকল যে সব টুকু তার খাঁটি "

এই মাটিতে একদা ছিল রক্তের শোদা গন্ধ

অতীত আজও মনের ঘরে দুই চোখ করি বন্ধ"

সবুজ বনের আভার মাঝে লাল মাটির দেশ

নয়ন মেলে রূপটি কুড়াই  ভালোবাসার রেশ"

মূর্তি বানায় মৃত শিল্পী কুমোর হাঁড়ি বাটি

সোনার ফসল ফলে যেথা আমার দেশের মাটি"

জন্মভূমি মাটি আমার হৃদয় দিয়ে ভালো বেসে

বহুদিনের স্বপ্ন মরণে রহিব মাটিতে মিশে"