Samokal Potrika

দুপুরের রোদ মাড়িয়ে গেছে চৌকাঠ ,

ঘামের দামে চুমুর শরীর বিজ্ঞাপন'ই তবে থাক ।।

 

ভীষণ ভাবে নষ্ট হতে ভালোই লাগে।নখের আচর...

বুকের ভিতর অন্তরিপ।প্রেম বলেছিলে তুমি দেশ ভাগের পর ।।

 

এখন সস্তায় রোজ বিক্রি হয় স্বপ্ন কত।মুটো ভর্তি..

ভেঙেছো ,ভাঙো হৃদয় আরও।ভীষণ জ্বরে পৃথিবী ।।

 

এমনকি করেই এপথ যাবে নিরুদ্দেশে 

হিসাব মিলেও মিলবে না আর ।পিছুটানের কার্নিশে ।।