" />

Samokal Potrika

তুলসী গাছটা শুকিয়ে গেছে। অনাহারে প্রভূভক্ত কুকুটার চামড়া অস্থিতে ঠেকেছে, রাত-বিরাতে সেটা প্রলাপ করে।

 

ফুলের বাগানটা উধাও, ওখানে ঘর তোলা হচ্ছে, একঝাঁক পাখি কমে গেছে- কিচিরমিচির আর শুনিনা বহু পড়ন্ত বিকেল ধরে। সব জমি ভরাট করা হয়ে গেছে, খেলার মাঠ লুকিয়ে গেছে পাকা দেয়ালের অন্তরালে। সিঁদুর মাখা ঘোষবাড়ীর বৌ আর দেখা যায়না, বিকেলের ক্লান্তি মেখে থাকে বাড়ীটা সর্বদা।

 

মোল্লা কিনেছে বাড়ীটা।

 এখানে জোর করে ঘর-জমি নেয়া যায়, কমমূল্যে-নাহলে জীবনের হুমকি- "মালুরা দেশ ছাড়"। 

একগাদা বেদনা নিয়ে কাঁটাতার পার হয়ে অসহায় ঘোষবাড়ীর লোকেরা,

 খিলখিল্ হাসবে ধর্মপতিগণ।