Samokal Potrika

বর্ষা কালে দুষ্ট মেয়ে 
খেলতে যদি চাও,
কান্না মুছে চোখটা ধুয়ে
তৈরি হয়ে নাও।

তোমার নিয়ে যাবো আমি
দূরের কোন গাঁয়,
নূপুর পরে খেলবো দেখো
ধপাস ধপাস পায়।

ব্যাঙের সাথে বন্ধু হয়ে
লাফান দেব দূরে,
বৃষ্টি সাথে মাতবো দেখো
অচিন কোন সুরে।

লাইট জ্বেলে ঘরটা এবার
ছাড়ো তবে ছাড়ো, 
মনের মাঝে দুঃখগুলো
আসছে কেন আরো?

বৃষ্টি সাথে খেললে দেখো
দুঃখ হবে দূর, 
খুশিগুলো মনের মাঝে
করবে যে ঘুরঘুর।

তাইতো তোমায় আবার বলি
বৃষ্টি কাছে চলো, 
কান্না পানি ধুয়ে ফেলে
মনের কথা বলো।