Uploaded On : July 25, 2018
পরাণ মাঝির নৌকা বাঁধা
তাল তলার ওই ঘাটে,
ছেলেরা সব করছে খেলা
পায়রা তোলির মাঠে।
ফুটবল আর ক্রিকেট খেলায়
মাঠের সবাই মাতে,
কেউ বা ছুটে এদিক ওদিক
লাটাই ঘুড়ি হাতে।
ময়না নদীর জলের ধারা
আপন বেগে বয়,
ডালে বসে মাছরাঙাটি
কী জানি কী কয়।
শোল বোয়াল ট্যাঙরা চিতল
নানান মাছের দলে,
আপন মনেই করছে খেলা
দিঘির শীতল জলে।
হেঁসেলেতে মা ভাজছে
কুমড়ো ফুলের বড়া,
আনমনা ওই শিশু হাতে
সহজ পাঠের পড়া।
জীবন পথের গোলক ধাঁধা
বিচিত্র বৈভব,
কেমন করে হারিয়ে গেলো
আমাদের শৈশব!