Samokal Potrika

চলো, উদ্ধত প্রেমিকের মতো আছড়ে পড়া রোদে

খুজিঁ একচিলতে ছায়া ;

শত শত প্রতীক্ষার প্রহরজুড়ে তোমার

আচঁলে বর্ষার মেঘ বুনতে বসি ;

তিলোত্তমা, তোমার আচিঁল-চিবুকে কি

এখনো একবিন্দু ঘাম জমে ?

তবে হয়োনা এই উদ্ধত প্রেমের রোদে আকুল ;

রাশি রাশি লবনাক্ত ঘামের

ক্লেদে, ইচ্ছে বিবসনা তোমাকে

দেখেও বর্ষা কি এত সহজে আসবে !

তার চেয়ে বরং এসো তিলোত্তমা

একচিলতে ছায়া খুজিঁ আমরা-

সেখানে বসে দু'দন্ড জিরোতে জিরোতে

বুনতে থাকি আমাদের না বলা কথা'র মালা

আর অপেক্ষা করি সেইসব

বৃষ্টিঝরা শব্দের জন‍্য, যারা  এসে

বলবে, তোমাদের আর এই পৃথিবীর ভালোবাসার জন‍্য

ঝরে যাব অবিরাম.