Samokal Potrika

প্রেম শুধু ডানা মেলা শঙ্খচিল

খুঁজছে নীল ।

প্রেম শুধু চাতক-জল আকাশ জুড়ে

একটু জল,

সারাটা জীবন স্বপ্নদল  ।

প্রেম শুধু ঢাকছে সূর্য ভাঙ্গছে চাঁদ

সারাটা রাত একলা

তাই সঙ্গী চাই  ।

প্রেম শুধু ব্যাথার বীণায় তুলছে সুর

অনেক দুর,

অন্ধকারে ঢাকছে মুখ

এই কি সুখ !

প্রেম একা দুটি মনে গড়েছে নীড়,

এই তো সাগর,

ঐ তো আকাশ,

এই তো তীর  ।।

** কবিতাটি অপ্রকাশিত ।

১৯৬৫ সালের রচনা ।