Samokal Potrika

নষ্ট জঠর ,সেতো তোমাদেরই তৈরি 
এই ধরো কথায় কথায় লাশ হয়ে যাওয়া 
এক পোড়া ঘরে কতবার আগুন দেবে 
পিঠের শিরদাঁড়া ঠেকেছে দেয়ালে 
শেষ রক্ষা করতে মরিয়া মানুষজন 
তুমিই বলেছিলে মাটির পবিত্রতা নিয়ে  কথা 
তোমার প্রতিবাদী হাতের মুটিবদ্ধ প্রতিজ্ঞা 
আজ মিশেছে ধুলায় 
এখন তুমি অনায়াসে নিতে পারো সন্যাস !