Uploaded On : July 25, 2018
তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছে লোভ
রাঙিয়ে দেয় খোলা জানালার রোদ
জানি এসবের কোনো দাম নেই আজ
এখন ফেরারী সকালেরা গন্ধহীন
চালশে চশমায় ঠিকানা লেখে
দু একটা আওড়ানো
কবিতার উপর
হাত রাখে।
সবুজ কালির লেখা চিঠিরা উবে গেছে নিয়মে
মনে করাবার জন্য গোলাপি বিকেল নেই
জানি এসবের আর কোনো মানে নেই
বুৎপত্তির ইতিহাস মেখেছে সময়
তাকে আর কিছু বলার নেই
ভালোবাসা হারিয়েছে
অনুভূতি , আবেগ
তোমার আমার।
জানি একটা সময়ের পর স্বর আলাদা হয় না
ধরা ছোঁয়াগুলো আর তেমন থাকে না,
অভ্যেসের হাত ধরে থেকে যেতে হয়
ডাক্তার বদ্যিমাখা ওষুধের গন্ধেই
বেঁচে থাকার সীমানা খুঁজে
দিন গোনা বাকি থাকে
তবু বেঁচে নিতে হয়।
ইতিকথার গল্পমালা
সবটুকু যেন রস হারিয়ে
নিস্পৃহতার দোলে একাই
দুলতে থাকে একা--
বলা হয়নি বয়সটা তখন
আশির কাছে ঠেকা।
পড়ন্ত বিকেল
এবার বুঝতে অসুবিধে হবে না
কি কারণে উজ্জ্বলতা হারিয়েছে
শহর,আমিরা
এও এক জীবনের দ্বীপপুঞ্জ,
গ্যালাক্সি আলফা
বেঁচে থাকার আনকোরা নিশানা।