Samokal Potrika

নিঃশ্বাস যে ছাড়ো তারো একটা মাএা আছে 

লোপা, জল যে গড়িয়ে পড়ে নিচে 

তারও নিম্নগামীতা আছে 

 

ছায়া যে দেয় গাছ, পথিককে 

তারওতো কোমলতা আছে 

শুধু বাইরেটা কেন দেখ, লোপামুদ্রা 

 

অথচ এসব নিয়েইতো আমাদের পিকনিকে আসা, নইলে সবইতো নষ্টদের হাতে 

চলে যেত এতদিন...