Samokal Potrika

1

হেরে যাবার কথা  মনে  এলেই লোকালয়ে

বেরনোর ইচ্ছে থাকে না 

তখন কলিং বেলের শব্দ বড়ো কর্কশ মনে হয় 

 

বাড়িতে পোষা সারমেয়, মাণিপ্ল্যান্টে জল

খাঁচায় ময়না আর ড্রয়িংরুমে 

নীল মনিটর... 

 

সব যেন আশংকায় ঝনঝন করে ওঠে... 

 

2

পুত্রকে ভাসিয়ে দাও জলে 

তুমি নাকি মাতা, তুমি নাকি রাজমহিষী 

কর্ণ অধিরথ সূতপুত্র --সেও জানে 

ভবিতব্যতার মানে 

 

কবচকুন্ডল, তাও চেয়ে নিতে হয়! 

ছিঃ ধিক্কার টুকু দি 

অধিরথ, রাধা 

এ যুগেও আছে কেউ কেউ, এখনো অতি রোদে 

পুড়ে যায় ঘাস উল্টো পিঠে মানুষের অবয়বে 

কামার্ত নারী হয়ে করে বসবাস।