Samokal Potrika

মাঝে মাঝে জীবনেতে,

আসে ঝড়-ঝাপটা৷

মনে হয় ছেড়ে যাবে,

আমার এ প্রাণটা৷

 

জীবনে চলার পথে,

রবে কাঁটা বিছানো৷

বাঁচতে গেলে দরকার,

সেইগুলো সরানো৷

 

জীবনটা বাঁধা আছে,

সুতো অতি পলকায়৷

জমেছে মেঘ মনের কোনে,

বিদ্যুৎ চমকায়৷

 

আমাদের জীবনেতে,

আছে শত কামনা৷

চাওয়া-পাওয়ার মাঝে তাই,

আসে ব্যাথা-বেদনা৷

 

তবুও মানুষ চলে, 

দুর্দম্ গতিতে৷

সহে শত ঝঞ্ঝা,

ভয়হীন বুকেতে৷