Samokal Potrika

সমাজের খোঁড়া মনে

   ঢিল মেরেছিলে তুমি

   ‎বুড়িয়ে গিয়েও থামেনি কলম

   ‎শুরুর কলমে তাই চুমি

 

তুমি গুরু মহাগুরু

    এই জীবনের সারকথা

    ‎মানি আজো বিশ্ব বন্দিত তুমি

    ‎মনে সবুজের ঘাস পাতা।

 

বলাকার পাখা ওড়ালে তুমি

    কচি প্রাণে জাগালে চেতনা

    ‎অবলারা কথা বলে কবিতায়

    ‎বিশ্ববাসী পায় প্রেরণা।