Uploaded On : August 10, 2018
স্বাধীনতা মানে ফুটপাতে শোয়া
জীর্ণ শিশুর মুখ
স্বাধীনতা মানে দেশের একদিকে
উপচানো কিছু সুখ !
স্বাধীনতা মানে শিশুর রক্তে
ভিজে যাওয়া সাদা ফ্রক
নারী লাঞ্ছনা, আরও কতো কিযে
চারিদিকে বাড়ে ঠগ !
স্বাধীনতা মানে আজও অন্নের
জন্য যে হাহাকার
রোগে ভুগে মরে গরীব প্রজারা
কারো নেই দায় ভার !
যে দিন এই দেশে ডাল ভাত হেসে
দেশের মানুষ খাবে
সত্যিকারের স্বাধীনতা স্বাদ
সেইদিন সবে পাবে !