Samokal Potrika

ডেঙ্গু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয়না
রক্ত তো আপনার দরকার মহাপ্রভু-
তাইতো এই ক্ষীরসমুদ্র সাঁতরে আপনার কাছে আসা,
বাস কনডাকটরের তাম্রাভ পোঁদ দেখতে দেখতে-
আর মেছুনির নাভির বোটকা গন্ধ শুঁকতে শুঁকতে-
এক অসম্ভব বৈশাখী ঘোর লেগে যায় !
সেই সুযোগে শিল্পপতি-
কাটতে বসেন কবির বার্ধ্যকের কেক!
মাওবাদী পেত্নী কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে 
নেশা মুক্তি কেন্দ্র থেকে-
হাওয়ায় ভাসতে থাকে পেনিসিলিনে ধোয়া সত্য সাঁইয়ের পাতলুন