Samokal Potrika

পাতায়
সন্ধ্যার ধোঁয়াটে কিউমুলনিম্বাস মেঘ হতে
খসে-পরা প্রথম-কনাটি -বৃষ্টির.
গায়ে তার তকমা লেগে গেছে 
প্রথম প্রেমিক সে পাতার ।
প্রথম প্রেমিক আজ সন্ধ্যার অাড্ডার
প্রনয় এর সবুজ অতিথিশালায় ।।
অভিকর্ষজ টানে নেমে যেতে যেতে
মৃন্ময় কনাটি বুঝি দেখে ফেলেছিল পাতার আসরে ; বিছানা রয়েছে তার।। 
সে চাদর থেকে সন্ধ্যার গন্ধ আর ধুলো-কনা নিয়ে মাটি তে মিশে গেছে 
অভিকর্ষেরই টানে ।।
প্রেম র সময় কতটুকু পেয়েছে সে জানে 
জানালার ধারে বসেছিলাম তখন তাই ,
শুধু অভিযোগ টুকুর ধরন মনে আছে 
অভিনয় গুলি মিশে মিশে গেছে ,একে একে, 
আরও অভিনেতা দের জায়গা করে দিতে।।