Samokal Potrika

ভাঙা ঘুম ঝরে পড়ে স্নিগ্ধ ফোঁটায় মাকড়শারজালে

বড় ঠাণ্ডার এইরাতে

তবু বিছানার বা'পাশে কে তুমি শ্বাস নাও

যখন পাঁকা চাঁদ ভেসে যায় অপরিচিত নোনাজলে?

 

পিছে এক পথের কুকুর

তবু

 মিষ্টি ছায়ায় চুপিচুপি 

নারিকেল বন আর বাঁকা চোখে আড়াআড়ি 

আমাদের কৈশোর, গোপন গল্প আর জ্যামিতি বক্স যেন

মনে পড়ে 

হুতোমপেঁচা, বৈশাখী রোদ

ধানদূর্বার এইরাতে

 

সুতোকাটা ঘুড়ি যেন এখন উড়ে যায় গ্লাসের ওপাশে নিয়ন

তবু দেখো, আমি স্থির

একা থাকবার এইরাতে

নস্টালজিক স্মৃতি

বকুলে, পরিচিত আবেগে।