Samokal Potrika

ছোট্ট বেলায় দেখেছি তোমায়, আজ আছো বহুদূরে।

ফেসবুকেতে চিনলাম তোমায়, আবার নতুন করে।।

ভাবিনি কোনোদিন কথা হবে, শুধু ভেবেছি মনের গভীরে।

কথাই আছে যেমন করে নদী মিশে যায় সাগরে।।

জীবনটা ছিলো ঝরা পাতা, আর আমি ছিলাম বন্য।

তোমার সাথে পরিচয় করে, আজ আমি হলাম ধন্য।।

কিছুটা সময় কাটাও যদি, আমার হাতটা ধরে।

হৃদয় মাঝে রাখবো তোমায়, আমার রাণী করে।।