Samokal Potrika

লিফট দিয়ে উঠতে নামতে দেখা হয়, কথা হয় না

লিফট থেকে বেরিয়ে এলেই দিগন্ত

বহুতলে আকাশ ও নক্ষত্র যেমন শব্দহীন

প্রাচীন গোয়েন্দার চালে এগিয়ে চলে দিগন্তরেখা,

রাজপথে সম্পর্ক এক খোলা বন্ধুত্ব

যে যেমন খুশী বসিয়ে নিতে পারে সিগনেচার

চামড়া ছাড়িয়ে নিতে পারে

 

ছাল ছাড়িয়ে নিতে পারে

অশ্রহীন হিংসা তুমি দেখেছ কখনো

তারপর সা থেকে সা 

উদারা মুদারা তারা আয়নায় ছবি না মুদ্রা

জাহাজের নিঃসঙ্গ নাবিক

মিথ্যা গুলোকেই সত্যি করে চলেছে

নড়বড়ে ব্রীজের উল্টো পথে

তখন দ্বিধা ও দ্বন্দ্বের ছায়া

ছিন্ন সম্পর্কের মাঝে শুধু 

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মহানগর...