Samokal Potrika

কলমটা আগুনে ডোবাও।খাপের মধ্যে এখনও

উত্তাপ অবশিষ্ট।কত ইতিহাস, কত রক্তের সাক্ষী,

কত বঞ্চনা, কত হৃদয় উপড়ানো স্মৃতি। নিভৃত

কান্না ছেয়ে আছে তার আলো বাতাসহীন 

চারদেওয়ালের আনাচে কনাচে।পতন বা উত্থানে

যদিও নীরব কারিগর তবুও দীর্ঘশ্বাস।চাপাকন্না

স্হির থাকতে দেয় না তাকে। নির্মম যুগান্তর

শৃঙ্খল পরায় পায়।প্রতিশোধ স্পৃহা যুদ্ধ ডাকে

বারবার।সান্ত্বনার বাণী শুধুই আশ্বাস।আড়ালে

ক্ররহাসি।মানবতার ব্যাকরণ ভিন্ন, রিরংসা 

শিরায় শিরায়, ইতিহাস সাক্ষী তার।