Samokal Potrika

বছর পরে আবার এলো সরস্বতী মাতা।

চলরে সবাই জমা করি কলম, বই আর খাতা।।

ছোট্ট বেলায় শুরু করি দিয়ে হাতে খড়ি।

এই বছর ও সুযোগ এলো চল মায়ের চরণ ধরি।।

পুজোর আগে রাত্রি জেগে।

সাজাই মা কে নতুন সাজে।

তাইতো কারো মন বসে না

পড়াশুনো আর কোনো কাজে।।

পরিবেশটা জমে ওঠে ঢাক কাসর এর তালে।

আনন্দে সব মেতে থাকি রাগারাগি সব ভুলে।।

সকাল সকাল ভক্তি ভরে অঞ্জলী টা দিয়ে।

বন্ধুরা সব ভিড় জমাই স্কুল কলেজে গিয়ে।

বেলার সাথে বাড়তে থাকে ছেলে মেয়ের মেলা।

তারি সাথে চলতে থাকে লুকোচুরির খেলা।।

সাঁঝের বেলায় ফিরে আসি নিজ নিজ নীরে।

সারাদিন এর ক্লান্তি যত এমনিতে যাই দূরে।।

তোমায় ছাড়া মাগো সবই লাগবে বেসুরে।

তবু তুমি থাকবে সদাই মোদের অন্তরে।।

বিদায় বেলায় প্রণাম মোদের অন্তর থেকে নিও।

যদি পারো আশির্বাদ টা দুইহাত তুলেই দিও।।