Samokal Potrika

এসো বসন্ত

    

বসন্ত কবিতা ফিরে এসো আজি

দুয়ারে তোমার অসীম প্রতীক্ষা

আশ্রয় কর অনিন্দ্য ভূবনে

অনুরক্ত আলোয় মুছিয়ে শীত জরা

অমৃতের অবগাহনে মেটাও তৃষ্ণা

বিষবাষ্পের গলায় অহঙ্কার

বিষণ্ণ আঁধারে ঝরুক আলো

কিংশুক ভোরের স্নিগ্ধ ঝর্ণা

অদৃশ্য প্রেম নিহিত অন্তরে

মুক্ত করো বেদুইন প্রান্তরে

অশান্ত প্রেম নিরাসক্ত করো

নৈবেদ্যের নিষণ্ণ প্রকৃতি দ্বারে

হারিয়ে যাওয়ার প্রতীক্ষায় আমি

তোমার আনত বক্ষের শানুতলে

 

         ভুল করে

 

ভুল করে তোমার নামে যদি কোন কবিতা 

লিখে থাকি, মনে করো সে তুমি নও......

ভুল করে যদি তোমার নামে কোন চিঠি

লিখে থাকি,মনে করো সে তুমি নও.......

জীবন সায়াহ্নে এমন হাজারও ভুলের হিসাব

করতে করতে জেনেছি সার কথাটি-

জীবনটাই ছিল মস্ত ভুলে ভরা এক

বিরহ কবির নিষ্ফলা সাদা কবিতার খাতা,

অন্তঃসারশূন্যের আলোর ঝলমলানি 

বারবার দুলিয়ে গেছে আকাঙ্ক্ষার আকাশে

মরীচিকার প্রহেলিকা নিশান....

ক্লান্ত পথের আনাচে কানাচে প্রোথিত 

অক্ষয় অবয়ব গুলি বয়ে চলেছে 

সেই ভুলের মাইলষ্টোন আর আমি শাশ্বত

ভুলের কড়চা খুলে বলে চলেছি

আমি ভুল ছিলাম, আমি ভুল ছিলাম.....

 

 

           ব্যবধান

 

শাশ্বত সংগ্রামে আহত বক্ষে রক্তের বীভৎসতা

বয়ে চলা শোণিত ধমনীতে সরীসৃপের পথ চলা

অচানক কেঁপে ওঠা সদ্যজাত আবেশ

জানিয়ে দেয় সীমান্ত বেলার কঠিন সন্নিবেশ 

গোধূলির আলোর শেষ আভা ম্রিয়মান

রেখে যাওয়া অসমাপ্ত পথ  শেষ বেলায়....

অন্তরে গেঁথে থাকা ভালোবাসার আঁধার

পাহাড়ে বিস্মৃত দিনের প্রতিবিম্বিত ছায়া,

হৃদয়ের বিস্তীর্ণ মরু পথে শায়িত

যাপনের কঠিন সংযম....

অসহায় দৃষ্টি যুগলের অপলক প্রতীক্ষা 

সেই ছায়া পথের পানে-

অথচ-

তোমার আমার দূরত্বের হাইফেন

বেড়েই চলেছে মাইলের পর মাইল থেকে

হাজার যোজন বিস্মৃত আলোর রেখায়.....