Samokal Potrika

চার দেওয়ালের মাঝে আজ আমি বন্দি,

নিঃসঙ্গতাই আমার একমাত্র সঙ্গী।

জোস্নার ওই আলতো আলোয়,

দিনগুলো বেশ কাটছে ভালোই।

নিশি রাতে জিঝির আওয়াজ,

শান্ত করে মন মেজাজ।

বাড়ির এককোনে চাঁদের আলোখানি,

ডাকছে আমায় দিয়ে হাতছানি।

জানালার দিয়ে বয়ে আসা ওই শীতল হাওয়া,

দূর করে মনের যত কালো ছায়া।

সব স্মৃতি থাকবে পড়ে মনের মাঝে সদায়,

এই কক্ষে নিতে চাই আমি চিরবিদায়।।