Samokal Potrika

দেশের মধ্যে দেশদ্রোহী কি আর বলি আজকে
দেশের খায় দেশের পরে জ্ঞান গম্মি নেই তাকে

জওয়ানদের মূল্য যারা আজও বোঝে না,
তাদের জন্য কিসের বাঁচাও মনও জানে না।

শীতের রাতে শরীর ঢেকে শান্তিতে চোখ বোজে
কাদের জন্য এমন আরাম সেইটুকু যে না 
বোঝে।

কিসের জন্য তাদের রাখে ভারতবাসীর দলে
ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে কে বলে?

বীর জওয়ানের বুকটা কাঁপে দেশবাসীর জন্য
তাদের দিকে আঙুল তোলে যত্ত তো সব বণ্য।

বীর শহীদের রক্ত নিয়ে নোংরা সব নীতি
বন্ধ হোক এসব এবার জাগুক দেশপ্রীতি।

এক এক ফোঁটা রক্ত তাদের হীরের তুল্য দামী
বিফলে না যায় গো তারা এতটাই যে নামী।

আজকে যে দেশ রসদ জোগায় আতঙ্কীদের ঘরে,
কালকে দেখবে শরীর তাদের যাবেই যাবে
মরে।

ভারতবাসী এক হও আজ চাই ই চাই ন্যায় 
এমন করে কতদিন বা সইবে শত অন্যায়?