Uploaded On : March 10, 2019
তুমি যা দেখছো-
তার খানিক সত্যি, হয়তো নয়৷
তুমি যা চাইছো-
তার খানিক পাবে, খানিক নয়৷
তুমি যা বলতে চাও-
তার খানিক বলা হবে, হয়তো নয়৷
তুমি যা ভালোবাসো-
তা কখনো আশারআলো, কখনো নিরাশাময়৷
যাঁর ছবি এঁকেছো মনের পাতায়,
কখনো তা সুখস্মৃতি, কভুবা অন্তর্বেদন৷
তুমি যাকে আপন ভাবছো!
হয়তো তাঁর কাছে তোমার কোন অস্তিত্ব নেই৷
তবুও তুমি জ্বালিয়ে রাখো আশার প্রদীপ,
মনের আঁধার ঘরে৷