Samokal Potrika

চাইছো কি ওহে বুর্বকের দল,
হিংসা প্রতিহিংসায় কোনো সভ্যতা হয় কি সফল?
নারকীয় সাম্প্রদায়িকতার হিংস্রতায় গড়েছ
যে কর্মকাণ্ড,
ধর্মের কল করেছ কলঙ্কিত রক্তের  অপমান
করেছ অপগন্ড।
বিধ্বংসের লেলিহান শিখায় জ্বালিয়েছ দেশ
প্রতিদিন প্রতিবার,
কোমল শিশুকেও করেছ শিকার দিয়েছ শিক্ষা হীনমন্যতার।

চাইছো কি ওহে বুর্বকের দল,
এভাবে কেউ কি হয়েছে সফল?
প্রতিবার ভেঙেছ নিয়মের বেড়াজাল,
গুপ্ত আক্রমণে গড়েছ শবের মিছিল 
এতকাল।
ক্ষমা করেছে ভারত, দেখিয়েছে ধৈর্য্যে শত সহস্রবার,
ভুলে গিয়ে করেছ অপমান,ভেবেছ দুর্বলের
সংস্কার।
বুদ্ধ, গান্ধী বলে গেছেন 'ক্ষমা পরম ধর্ম' দেশ
মেনেছে বারবার,
ভেবেছ নেই কিছু করবার নেই কোনো ক্ষমতা
লড়বার।
জানতে কি, যদি বেঁকে বসে তোলে অস্ত্র কি
হবে সবার?
ভাবোনি, বারবার পেয়েছ ছাড়, ভেবেছ কি
করবে আর?
জানোনি ঠান্ডা স্রোত হিংস্র হলে পাবে না অস্ত্র
সামলাবার।

চাইছো কি ওহে বুর্বকের দল,
এভাবে কিউ কি হয়েছে সফল?
যদি আজ কেড়ে নেয় প্রকৃতির জল দান,
পিপাসা মেটাবে কিসে, কিসে বাঁচবে জীবন নাম?
ওঠোনি এখনো উন্নতির শিখরে, পাওনি পথ
এগোবার,
তবু করছো কুকর্ম, সুযোগ দিচ্ছ কুখ্যাতদের
বাঁচবার।
আমরা চাইনি আতঙ্ক, বার বার চেষ্টা করেছি
শোধরাবার, 
বারং বার আলোচনা করে মেটাতে চেয়েছি
আতঙ্কধার।
শোনোনি, শুনতে চাওনি কোনো কথা,

ভস্মে ঘি ঢেলেছ বারবার,
এবার সামলাও তবে তোমার কর্মের সমস্ত ফল
পাল্টাবার।