Samokal Potrika

নীল নীলিমায় কিছু সময় কল্পনার তুলি আঁচড়ে,

রাজার পোশাকে এক রাজ্যে ।

অলীক ক্ষমতায় বলশালী এক দাম্ভিকতায়,

ভ্রষ্টাচারের রাজদণ্ডে নিজেকে ঈশ্বর।

লালায়িত জিভ এভাবে যখনই আকাশ ফুঁড়ে

সূর্য শিশিরের এক ফোঁটা 

 চোখে।

হঠাৎ করে একটা শব্দ,

ভেঙে যাওয়ার মতো কিছু।

আবার ওই ঘাস বিচালির আড়ালে ধীরে ধীরে অন্ধকার নামে...।