Samokal Potrika

কি চাও? মৃত্যু না বিলুপ্তি?

মৃত্যুর পরেও লুপ্ত হয়না নক্ষত্র,

কোটিবর্ষ পরে আঁকে বিদ্যুল্লতা চোখের জমিনে।

মাটির গভীরে চলে উষ্ণ প্রস্রবন,

ধাবিত সময় তুলে আনে ফসিল কাহিনী,

প্রচণ্ড চাপে গড়ে, রত্নরাজী খনির গভীর।

এইসব আখ্যান জানা হয়ে গেছে মানুষের!

জেনেছেকি হৃদয়ের ধাবিত শোণিত, কার কথা ভাবে?

কার উষ্ণ ছোঁয়ায় পল্লবিত হয় প্রেমিক হৃদয়?

জীবনের কড়িকাঠ গুণে কে শুয়ে থাকে?

বদ্ধ প্রকোষ্ঠে মৃত্যুর প্রতীক্ষায়?

কে আমি? কে আমার অন্তর্যামী?

.2

জল আর বায়ু জানে প্রতিটি বালুকণার ইতিহাস,

তাই কিশোরী রক্তে ভিজে গেলে বলে,

"ধুয়ে নেবো সব লাজরক্ত শুধু একবার উঠে দাঁড়া,

গড়ে তোল গুহামানবীর দল সুসজ্জিত নবায়ূধ ঘরে।"