Samokal Potrika

ঋন শোধিব তোমার অন্তরে লালিত স্বপ্ন
দু-চোখে আজ অহনীশি ললাটে লাল বর্ন,
কারাগারে রোজনামচা ইতিহাস কথা বলে
আত্মজীবনী অসমাপ্ত রেখে চলে গেলে তুমি।

জাতিরে তরাইতে তুমি আসিলে নেমে ধরায়
শত্রুকে করিতে বাংলা ছাড় জীবন করিলে দান
মুক্তির পরোয়ানা আনিলে নিজো হাতে
খু্ঁকু ঘুমায় খুঁকি ঘুমায় শান্তি নিয়ে বাচে।

ফাঁসির দড়ি গলায় পড়াবে চেয়েছিল ওরা
ওরা যে শত্রু সেনা, মায়ের মুখের ভাষা কারা
বঙ্গবন্ধু তুমি, তুমি আধার ঘরে চাঁদের আলো
দামাতে পারবেনা তুমি বলেছিলে, সত্যি ছিল তা।

দালাল ছিল যারা ওগো, মীর জাফরের দল
তারাই ওগো চেয়েছিল, বাংলা নামের হউক-
পরাজয়,সূর্য অস্ত ভাষা নিপাত যাক
ওরা যে পাপারাজ্জি,শত্রু সেনার দল।

জানুয়ারির ১০ তারিখে বীরের প্রত্যাবর্তন 
নিশান বায়ু প্রকম্পিত হয়ে বীর নামিল ধরার
সীকৃতি মিলিল প্রচুর প্রশ্ন হলো দুর
স্বাধীনতার স্বাদ মিটল যেন আশার প্রদীপ।