Samokal Potrika

কাজের শেষে ফিরতে চাই তোমার নিকোনো

 উঠোন হৃদয়ে। ভালবাসার গনগনে আগুণ

 জ্বলছে এক কোণে উনুনে। ফুটন্ত চালের 

গন্ধে ম ম করছে উঠোনটা। ক্ষিদে মিটাবে 

আমার।

 

 চাঁদটা সারা উঠোন জুড়ে আলো দিয়েছে 

আর জোনাকিগুলো রাত জাগার আয়োজনে 

ব্যস্ত। কারা যেন কথা বলতে বলতে পথ দিয়ে 

চলে যায় - আবশ্যক রাখে না কুশল প্রশ্নের।

 

চাঁদ নিভে যায় - উনুন নিভে যায় - আগুণ 

আমার সারা শরীরে - জোনাকি আতঙ্কিত। 

শুধু তুমি ভেজা দেশলাই কাঠি গুলো জ্বালিয়ে 

নাও আমার আগুনে নিজেকে পোড়াবে বলে। 

আগুণ দিয়ে ভাতের দলা মাখো।

 

এখন আমার উনুন ভরা সুখ আর হাড়ের 

ভেতর শীতল বাতাস।