Samokal Potrika

আবাদ করার ছিল জমি,রাষ্ট্র বলেছে খাস

বাহাত্তর বছর বাদে ও স্বাধীনতার 

কথা বলতে গেলেই বুঝি কোনদিকে

ব ইছে বাতাস...

এখনো ভোট এলে ভয় পায় 

শীত এলে ঠান্ডায় কুকড়ে থাকি 

আমরাই দেহাতি, হরিজন 

এই মাটি আমাদের নয় 

অথচ বড়ো পরিসরে আমরাই জনগন