Samokal Potrika

(১) 

আড়িপাতায় ভরে গেছে চৈত্রের গাছ!!

বড় পিপাসা!

ধূলোর ঝড়ে তুলে রেখেছি

বাসস্থানের নিশ্চয়তা।

 

(২)

 অদৃশ্যজ্ঞানীর মত 

নদীকে মা মা বলে ডাকছে

 পলাতক সৈনিকের পোষাক  । 

মাঝ রাত বরাবর নৌকো ও জলের

কারসাজির ওপর

সিরাজদৌল্লার জুতো।  

(৩)

মানববন্ধনের আয়োজকদের সাধুবাদ!

ওই গ্রামের সব মেয়ে পাখি হয়ে গেছে!!

(৪)

এক জনপদ পেড়িয়ে যাচ্ছে উড়াল!!

খড়কুটোর মতো ভোর বেলাতে হাঁসশিশু

কাঁদে গো..!

জননী ভেনাসের সাথে যোগাযোগ করে

দিতে পুলিশের অয়্যারলেস থেকে

কথাবলা বৃক্ষের ডালে

লালন ফকিরের অচিনপাখি 

মানুষের মত করে একতারা বাজাচ্ছে।