Samokal Potrika

এখন আলগা এক কুয়াশা
জড়িয়ে রয়েছে স্মৃতির সরণিতে,
যত বার দেশলাই এর জ্বলন্ত শিখা
হিমের নীচে ধরছি -
ততবারই অবরুদ্ধ আবেগে
গলে যাচ্ছে তা ,
মাঝে মাঝে মনে হয়
অতীত কে সরিয়ে ভেঙে ফেলি প্রাচীর,
আর তখনই এক দগদগে ঘায়ের মতো
তুমি জেগে ওঠো তটরেখায় ,
এখনও আলোয়ানের নীচে
থেমে আছে ধমনীর তাল -
যে সমস্ত পাখিরা ফিরেছে বাসায়
সেখানেই কুয়াশা সরে গিয়ে
উঠেছে কোলাহল ।