Samokal Potrika

খেয়ে ফেলে দেওয়া নিঃশ্বাসের শেষ অংশটুকু

লেগে থাকে অনুভূতির সাগরতীরে,

বেদনার জোয়ারে তুলে আনা হিংস্র

বিবর্ন ভালোবাসার জ্বালা অতিষ্ঠ করে তুলে

সমাজ পারিবারিক উৎশৃঙ্খলতাকে,

আধুনিকতার রোপন চারা জন্ম দেয় 

আড়াল করা বিলাস সুখের স্বপ্ন ছায়া 

উড়ে বেড়ানো কীট দগ্ধ মানবিকতার স্ফুলিঙ্গ

আছড়ে পড়ে উন্নতির চরম শিখরে 

খুঁজে ফেরে কয়েকটা মিথ্যে স্বপ্নের লাশ দেখে 

যান্ত্রিক সভ্যতার মেলবন্ধনে উপচে পড়ে আবেগ ।