Uploaded On : April 10, 2019
ভাবিনি আমিতো কোনদিন,
সবকিছু ভুল হবে,
ভালোবাসা ধূলায় লুটিয়ে যাবে,
হবে যে মলিন৷
বৃথা হবে সব আশা,
মুছে যাবে ভালোবাসা,
মিটবেনা চোখের জলের ঋণ;
ভাবিনি আমিতো কোনদিন৷
নয়নজুড়ে স্বপ্ন শত,
হৃদয় কুরে করছে ক্ষত,
আশার প্রদীপশিখা, হয়ে গেছে ক্ষীণ;
ভাবিনি আমিতো কোনদিন৷
স্মৃতি সব ব্যাথা দিয়ে,
স্বপ্ন সবই মিথ্যা হয়ে
বাজবে শুধুই দুঃখের বীণ;
ভাবিনি আমিতো কোনদিন৷