Samokal Potrika

মনের অন্তরে জায়গা দিয়েছি তোরে,

 তোর মুখের হাসিটা রয়েছে আজো মনের কিনারে।

ভালোবেসে বেঁধেছি এক স্বপ্নের ঘর,

  তোর অবহেলাতে থমকে গেল প্রেম

এখন পুড়ছে আমার অন্তর।

ভালোবাসা আমার করেছে ব্যর্থতা স্বীকার,

তবু কেন তোর মুখটা মনে পড়ে বারবার।

হয়তো আমি যোগ্য নই তোর,

 তবু তোকে নিয়েই স্বপ্ন দেখি দিন ভোর।

ভেবেছিলাম তুইও আমায় ভালবাসিস,

 কিন্তু না তুই অবহেলার সুরেতে আজো ডাকিস।

তোর না বলাতেও স্কুল যেতাম বারবার,

 কেঁদে উঠতো মন ইচ্ছে হতো তোকেই দেখবার।

হয়তো তোকে নিজের করে পাবোনা,

তবু মনের স্রোতে ভেসে যায় বিরহের কান্না।

দীর্ঘ অপেক্ষারত প্রেমের রাস্তাটা হঠাৎ গেছে থেমে,

আজো আশায় আছি পড়তে তোর প্রেম।

তুই ভালো থাকিস তোর সুখ সমুদ্রের বাতাসে,

আমি আজ দুঃখের শ্রাবণের মেঘ গুনি আমার একলা আকাশে।

যদি তুই আমার প্রেমের  পথে আসিস ফিরে, 

নিকোটিন ছেড়ে দেবো রাখবো তোরই ছবি আমার এই অন্তরে।