Samokal Potrika

মাটির সঙ্গমে উথলে উঠছে দমবন্ধ নিশ্বাস

চির সবুজ ডানা ঝাপটায় নৈশব্দের ঘরে

কুয়াশা ভেঙে ভেঙে যায়

প্রেমের রঙ মেখে ডানা মেলছে মেঘেরা

উথাল পাথাল সাতসমুদ্রের ঢেউ

পৃথিবীতে নেমে আসছে ঠাণ্ডা অন্ধকার

বুকের পরতে পরতে সাজানো ভালোবাসা

ভাঁজেভাঁজে  লুকানো বিরহের ফুল

বৈশাখী প্রণয়ে আষাঢ় খুলে দিয়েছে উড়ন্ত ঘোমটা

ঝিরঝির বৃষ্টির আঁচলে স্পর্ধিত দেবদারু

 

বিদ্যুতের চমকে দুরুদুরু কাঁপে বুক

অজান্তে জেগে ওঠে স্বপ্ন জাগরণের অঙ্গীকার

নতুন বৃষ্টির স্নিগ্ধ ধারায় ধুয়ে যায় রজঃস্রোত

সংরক্ত অভিযাপনে ছড়িয়ে পড়ে ভালোবাসার গন্ধ

আজও কালিদাসের সমাধিতে ঝরে পড়ছে বৃষ্টির নৈবেদ্য

 

 নীল বারান্দায় টুপটাপ

 আবদুস সালাম

ভিজে যাও য়া বারান্দায় পথশূন‍্য প্রবাস

অচেনাতে মিশে গিয়েছে জীবনানন্দের দলিল 

ব্যর্থ সোহাগ ডানা মেলছে ক্ষয়ীষ্ণু মেঘে

 

উঠোন জুড়ে লেপ্টে আছে ধূসর জীবন কথা

বোষ্টমী পাড়ায় বেজে ওঠে জন্মান্তরের গান ।