Samokal Potrika

ঝন্টুচরণ বৌকে নিয়ে বেনারসে পাড়ি

রিজার্ভেশন পায়নি বলে টিকিট অডিনারি।

জানালা দিয়ে দেখলো ট্রেনে ঢোকার উপায় নাই

কৌশল করে ঢুকতে হলে বুদ্ধি আনা চাই।

কোনও ক্রমে উঠিয়ে পা টা বললো উচ্চস্বরে

সাপটা এলো কোথার থেকে ঢুকলো যে ভিতরে।

এই তো গেল সিটের নীচে দেখেছি আমি ঠিক

সব যাত্রী বাইরে গেল ফাঁকা চতুর্দিক।

ঝন্টুচরণ বেঞ্চি ধরে লাগিয়ে দিলো ঘুম

ভাবলো উঠে চা খাবে সে পৌঁছে মশাগ্রাম।

সকাল বেলা ভাঙ্গলো যে ঘুম লোক নেইতো আর

কামরা গুলোর ভেতর থেকে নোংরা পরিষ্কার।

বারানসী পৌঁছে গেছি? কামরা কেনখালি,

সাপ ছিল তাই অন্য গাড়ি চলে গিয়েছে কালই।।