Samokal Potrika

সদ্য হাতটা পুড়ে গেছে এলোমেলো ভাবে
দগ্ধ চামড়ায় ফুলে উঠছে আপোষের চিহ্ন

আমি নির্দ্বিধায় ধরে রেখেছি মশাল

যতটা স্থায়ী হচ্ছে বিশ্বাস
ঠিক ততটাই প্রলম্বিত হচ্ছে রাত্রি

সকলের সঙ্গে আমার বিবাদ
মতানৈক্য রয়েছে আমার আয়ু নিয়ে
সময় হেঁটেছে যেকোনো সবুজ কবিতার মত

এবার রাত বাড়লে
শুধুমাত্র মশালের আলোয়
আমি পুড়ে যাওয়া ক্ষতর রঙ চিনতে শিখি...