Uploaded On : April 10, 2019
খিদের ভেতর
লুকিয়ে থাকে জীবন-
জীবন থাকে
ছোট্ট একটা ঘরে-
ঘরের মাঝে
একটু আলো হাওয়া-
হাওয়ায় থাকে
গন্ধরাজের ঘ্রাণ-
ঘ্রাণের সাথে
জড়িয়ে থাকে প্রেম-
প্রেমের গোলা
ভর্তি প্রাণের বীজে-
বীজের বুকে
ঘুমিয়ে থাকে সবুজ-
সবুজ মেখে
রঙিন- সরস জীবন।
২) রোদেলা শব্দরা
শংকর দেবনাথ
আমাদের বাসা শুধু ভালবাসা নয় -
মেলে দেওয়া শাড়ির মতন
কিছু দায় ঝুলে থাকে ঘরে
কিছুটা শেকলও থাকে মালা হয়ে মনে।
আমাদের স্বাধীনতা মুক্তি নয় শুধু-
ঘুড়ি আর লাটা'য়ের মত
কিছুটা বন্ধন থাকে প্রাণে
কিছুকিছু নিষেধেরও বেড়া থাকে ঘিরে।
আমাদের আমি শুধু স্বৈর-আমি নই-
তেভাগা চাষের মত কিছু
ভালবাসা এসে দাবি করে
সমাজেরও অধিকারে থাকে কিছু ভাগ।
আমাদের প্রেম শুধু একমুখি নয়
দুগ্ধপোষ্য শিশুর মতন
স্বকীয়া আঁচল খোঁজে কিছু
কিছু ভাসে পরকীয়া বেনোজল স্রোতে।
জীবনের মানে সবটুকু বাঁচা নয়
সাপ কিংবা শুঁয়োর মতন
মননে মৃত্যুরও খেলা চলে
গোপনে ঘুমিয়ে থাকে আততায়ি পাশে।