Samokal Potrika

দুপুর রোদটি একটু বিশ্রাম নিয়েছে
ঘর্ম সিক্ত গামছাটি এখনও কৃষকবন্ধু
কিছু মানুষের বাড়ি ফেরার তাড়া
পাড়ার ছেলেগুলো মাঠের পথে
মাঠের ধারে তামাক পোড়া গন্ধ
প্রথম মাঠ দেখা শিশুটির আনন্দ যেন
চার প্রান্তে দৌড়ে বেরাচ্ছে
ও মাঠের নরম ঘাসে ঘাসফরিং এর মেলা
কোলাহল এখানে কাউকে বিরক্ত করেনা
বিকেলের ট্রেনটি এখনও ঢোকেনি
বহু বছর পর 
আবার সেই হাওয়া মহল পুকুর ধারে
ছোট মাছগুলোর মতো আমার ইচ্ছেগুলোও যেন
সাঁতার কাটতে চাইছে স্বপ্নের সাগরে
হালকা বাতাসেও যেন আম্রমুকুল গন্ধ
আার আমি..
প্রেমের নেশায় অন্ধ
স্মৃতির বইটি হঠাৎ বলতে লাগলো
চিনতে পারছো?